Saturday, April 11, 2015

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি!


ধনধান্য পুষ্প ভরা এই যে দেশ আমাদের, এই দেশের প্রতি পরতে পরতে মিশে আছে সৌন্দর্য। যেন কোন কবির কবিতার খাতা কিংবা কোন চিত্রশিল্পীর খুব সুনিপুনভাবে আঁকা কোন চিত্রকর্ম। এই জন্য কবি বলেছেন, আপনাদের সবার জন্য এই উদাত্ত আহ্বান, আসুন, ছবির মত এই দেশে একবার বেরিয়ে যান।

যদি হাতে সময় থাকে বেশ ভাল, তাহলে বাংলাদেশ ভ্রমনে বের হওয়াটা খুবই ভাল একটা সিদ্ধান্ত। আপনি শুরু করতে পারেন সিলেট থেকে। সুফি আউলিয়াদের পূন্যভূমি হিসাবে পরিচিত সিলেট। এখানে দেখার মত আছে অনেক কিছু। জাফলং, শ্রীমঙ্গল এসব জায়গায় গেলে সারাদিনই থেকে যেতে ইচ্ছে হবে। এছাড়া সিলেট শহরে রয়েছে বেশ অনেকগুলো মাজার।

সিলেট থেকে চলে যাওয়া যায় চট্টগ্রামের দিকে। প্রথমে বান্দরবানের দিকে চলে যেতে পারেন। তবে বান্দরবান মনের সুখে ঘোরার জন্য একদিন দুই দিন মোটেও যথেষ্ট সময় নয়। এখানে পাহাড়, বনভূমি সব মিলিয়ে এক অদ্ভুত পরিবেশের সৃষ্টি করে। পাহাড়ের সাথে পাহাড়ের মিতালী, মেঘে মেঘে উড়ে যাওয়া, এক অসম্ভব সুন্দর পরিবেশ এখানটায়।

রাঙ্গামাটি গেলে ঝুলন্ত ব্রিজ দেখে আসা কোনভাবেই ভুলে যাওয়া চলবে না। দেশ বিদেশের পর্যটকেরা এসে দেখে যান এই রাঙ্গামাটির ঝুলন্ত সেতু। রাঙ্গামাটিও প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে অতুলনীয়।

কক্সবাজারে আছে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্রসৈকত। কক্সবাজারে সাগরতীরের সৌন্দর্য মনকে অনেকখানি প্রভাবিত করে। তবে এরকম আরেকটি জায়গা হলো কটকা। সুন্দরবন এর একপাশে এই কটকা। কটকা সমুদ্র সৈকতের একপাশে সমুদ্র আরেকপাশে সুন্দরবন। এ সৌন্দর্যের আরেক নিদর্শন।

সেন্ট মার্টিন বাংলাদেশের সবচেয়ে প্রাকৃতিকভাবে সুন্দর ও মনোরম একটি জায়গা। রাত্রে বেলা সমুদ্রতীরে শুয়ে শুয়ে খোলা আকাশের নিচে আকাশের অগনিত তারা দেখার মাঝে যে কী আনন্দ তা বুঝতে কবি হতে হয় না, সেন্ট মার্টিনে সেই অনুভূতিটুকুই জেগে ওঠে।

এছাড়াও বাংলাদেশে আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ভ্রমন করার মত। যেমন সুন্দরবনের হিরন পয়েন্ট, দুবলার চর, আলোর কোন ইত্যাদি। সবমিলিয়ে বাংলাদেশ আসলে প্রকৃতি দ্বারা অনেক ঐশ্বর্যমণ্ডিত। এ দেশে ভ্রমনপিপাসু মানুষদের জন্য বেশ ভাল একটা স্থান হতে পারে যদি এখানকার পর্যটন ব্যবস্থা আরো খানিকটা উন্নত হয়। (সংকলিত) 

0 comments:

Post a Comment