Sunday, April 12, 2015

চিলাই নদী, বেলাই বিল গাজীপুর


ঢাকার খুব কাছে বেলাই নামে স্বচ্ছ জলের একটা বিল আছে কজনই বা জানেন সেটা? আর সাথে আছে চিলাই নামের সুন্দর একটা নদী। গাজিপুর সদরের পর ভাওয়াল রাজবাড়ির পার হয়ে ডানে টার্ন নিয়ে বেশ কিছুটা পথ গেলেই দেখা মিলবে এ বিল আর নদীর। কানাইয়া বাজারে নাস্তা করে একটা নৌকা ভাড়া করে সারাদিন আর চাইলে রাতেও জলের সৌন্দর্য উপভোগ করতে পারেন।

যেভাবে যাবেন : গাজিপুর সদর পর্যন্ত যে কোন বাসে। সেখান নেমে টেম্পুতে কানাইয়া বাজার। ভাড়া নেবে ১০ টাকা করে। কানাইয়া বাজারে নেমে ব্রিজ পার হয়ে চেলাই নদীতে বাধা নৌকা ঠিক করে উঠে পরুন।

আর যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে যাবেন তারা এভাবে যান, যাত্রা অনেক আরাম দায়ক হবে : টঙ্গী ফ্লাইওভার পার হয়ে সামনের দিকে যেতে থাকুন। পুবাইল কলেজ গেট থেকে বায়ের ছায়াঘেরা রাস্তায় ঢুকে যান। এখান থেকে মাইল চারেক দুরে (জল জঙ্গলের কাব্য পার হয়ে) গিয়ে ডানে টার্ন নিয়ে মিনিট দশেক গেলেই কানাইয়া বাজার। আর এ বাজারের ঠিক পাশেই চিলাই নদী আর বেলাই বিল। (সংগ্রহীত)

0 comments:

Post a Comment