এবার একটি তথ্য বাংলাদেশে উতপাদিত মোট পেয়ারার প্রায় ৮০ ভাগই উতপাদিত হয় স্বরুপকাঠি জেলার বিভিন্ন গ্রামে।আটগর, কুরিয়ানা, ডুমুরিয়া, বেতরা, ডালুহার, সদর ইত্যাদি এলাকার প্রায় ২৪,০০০ একর জমিতে পেয়ারার চাষ হয়। আর সে পেয়ারার বেচাকেনা নিয়ে স্বরুপকাঠির ভিমরুলীতে গড়ে উঠেছে বিশাল পেয়ারার ভাসমান বাজার।
কি করে যাবেন : একদম সোজা। ঢাকা থেকে প্রতিদিসৎন সন্ধ্যা ৭.৩০ মিনিটে হুলারহাট এর উদ্দেশ্যে ৩-৪ টি লঞ্চ ছেড়ে যায়। ভাড়া ডেক-২০০ টাকা, কেবিন : ৯০০ টাকা। এতে উঠে নেছারাবাদ বা স্বরুপকাঠি নামবেন। তারপর একটা ট্রলার ভাড়া নেবেন ৫-৬ ঘন্টার জন্য। বলবেন নেছারাবাদ খাল হয়ে আটঘর, কুরিয়ানা ঘুরে ভিমরুলি বাজার যেতে। ভিমরুলি বাজারে গিয়ে দেখবেন খালের মধ্য অনেক পেয়ারার নৌকা। ইচ্ছে করতে কিনতে পারবেন পেয়ারা।
আরেকটি রুটেও যাওয়া যায়। সেটা হলো বরিশাল গিয়ে সেখান থৈকে অটোতে জগদিশপুর নামের একটা জায়গায় যেতে হবে। এরপর ট্রলারের করে একই নিয়মে ঘোরাঘুরি।
এরপর আবার খানিকটা ঘুরে কুরিয়ানা বাজারে লাঞ্চ করতে পারেন। কুরিয়ানা থেকে ভ্যানে করে রায়েরহাট আসলেই বরিশাল যাবার বাস পাবেন।পখে গুঠিয়া মনজিদ নেমে আবার অন্য বাসে বরিশাল গিয়ে ঢাকার লঞ্চ ধরতে পারবেন। (সংগ্রহীত)
0 comments:
Post a Comment