২। জেটলেগ সমস্যা এড়াতে ভ্রমণের আগের দিন পর্যাপ্ত এক্সারসাইজ করুন।
৩। নেকলেস কিংবা হেডফোনের তার পেঁচিয়ে যাওয়া থেকে বাঁচতে স্ট্র এর ভেতর দিয়ে এভাবে রাখুন!
৪। আচমকা ঠাণ্ডার হাত থেকে বাঁচতে পাতলা স্কার্ফ কিংবা মাফলার সাথে রাখুন।
৫। জরুরি মুহুর্তের জন্য কিছু টাকা আলাদা করে লুকিয়ে রাখুন। সবখানে কার্ড পাঞ্চ করার সুবিধা আশা করা ঠিক হবেনা! (না)
৬। কাপড়ের ব্যাগে Dryer Sheet রাখুন; কাপড় থেকে সুগন্ধ ছড়াবে! (খুকখুকহাসি)
৭। রাস্তা হারিয়ে ফেললে কাছাকাছি কোন ফাস্ট ফুড ডেলিভারি প্লেসে ঢুঁ মারুন; কোথায় কিভাবে যেতে হয় এটা ওদের চাইতে ভালো কেউ জানে না! (আর গুগল ম্যাপ তো আছেই)
৮। ছোট-খাটো জিনিস রাখার জন্য ওষুধের বোতল সাথে রাখুন!
৯। শ্যাম্পু, কন্ডিশনার কিংবা অন্যান্য যেকোনো তরল বোতলের মুখ মাস্কিং টেপ দিয়ে পেঁচিয়ে রাখুন। তরল লিক হয়ে ব্যাগের ভেতরে বন্যা হওয়ার রিস্ক থেকে আপনি মুক্ত! (খুশীতেআউলা)
১০। জুতা, মুজা, স্যান্ডো গেঞ্জি কিংবা আন্ডার গার্মেন্টস এর মত কাপড়গুলো পরিষ্কার নাকি ময়লা বুঝতে পারছেন না? পাতলা প্লাস্টিক এর ব্যাগে ভরে ট্রাভেল ব্যাগের এক কোনায় রেখে দিন। আর স্যুটকেস প্যাক করার কার্যকর উপায় দেখতে পারেন এই ভিডিওতেঃ https://www.youtube.com/watch?v=HXj6Sz4eBUU
১১। বাইন্ডার ক্লিপ দিয়ে রেজর এর শার্প অংশটুকু আটকে ট্রাভেল ব্যাগে রেখে দিন; অসাবধানতায় ব্যাগের ভেতর কিছু কেটে যাওয়ার ভয় থাকবে না।
১২। অব্যবহৃত সানগ্লাস-এর খাপের ভেতর চার্জার/হেডফোন রাখুন। তারে গিট্টু লাগা আর নয়!
১৩। পুরানো আই-ড্রপারে টুথপেস্ট ভরে ট্রাভেল-সাইজ টুথপেস্ট-ড্রপার বানিয়ে নিন! কি দরকার অত বড় টুথপেস্ট টিউব সাথে রাখার?
* ইন্টারনেট অবলম্বনে
0 comments:
Post a Comment